Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বানিজ্য

উপজেলাটি হাওর বাওর সমৃদ্ধ হওয়ায় অধিকাংশ লোক মৎস্য উৎপাদন/চাষ এবং কৃষি কাজের সাথে জড়িত। তাছাড়া এ উপজেলায় অনেক প্রবাসী রয়েছেন। এ উপজেলার প্রধান ব্যবসা মাছ ও ধান।

সদর এলাকা ব্যতীত, উপজেলার প্রত্যন্ত এলাকায় উল্লেখযোগ্য হাটবাজার রয়েছে । হাট বাজার সমূহ দুই শ্রেনীতে ভাগ করা যায় যেমন - (১) পাইকারী খুচরা ও বড় পুঁজির ব্যবসা।, (২) স্বল্প পুঁজির ব্যবসা। এ হিসেবে উক্ত শ্রেনীতে মোট ৬টি বাজার আছে । বাজারগুলি সাধারনতঃ পাকা রাস্তা ও নদীর তীরে বিধায় মালামাল আদান-প্রদানে যথেষ্ট সুবিধা থাকায় পল্লী এলাকা ব্যবসায়ীক অবস্থান অত্যন্ত সাবলীল ।

 

আর্থিক লেন দেনের ক্ষেত্রে ১২টি ব্যাংক রয়েছে । তম্নধ্যে সদরে ৭টি অবশিষ্ট ৯টি ব্যাংক উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বলে  আর্থিক লেন দেনের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে ।

 

ব্যবসা পতিষ্ঠানসমূহ পরিচালনার ক্ষেত্রে অধিকাংশ প্রতিষ্ঠানে মালিক, ব্যবস্থাপক ও দোকান কর্মচারী থাকে। অধিকাংশ ক্ষেত্রে আবার ব্যবসায়ী নিজেই সকল কিছু কাজের ভূমিকা  পালন করে।