রাধা মধাব জিউর আখড়া
আনুমানিক ২০০ বছর পূর্বে জানকী মা নামে একজন বৈষ্ণবী রাধা মধব জিউর আখরাটি প্রতিষ্ঠা করেন। পাথারিয়া ইউনিয়নের ১১০ একর জায়গার উপর আখরাটি অবস্থিত। দেবতার উদ্দেশ্যে পূজা পার্বণ করাই আখরাটির মূল উদ্দেশ্য। এখানে যুলন যাত্রা, রথ যাত্রা, দোল পূর্ণিমা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে ইস্কন নামে একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান আখরাটি পরিচালনা করছে। সংহ্রহে : মো: শহীদুল ইসলাম আমীন, অফিস সহকারী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দক্ষিণ সুনামগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS